বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০১৫ মাসে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী
সভাপতি : জনাব মোহাম্মদ সাইফুল হাসান
উপজেলা নির্বাহী অফিসার
বেলকুচি, সিরাজগঞ্জ
স্থান : উপজেলা পরিষদ সভা কক্ষ
তারিখ : ১৩ মে ২০১৫ খ্রি., সময় : বেলা : ১১.৩০ ঘটিকা
উপস্থিতি : পরিশিষ্ট ‘‘ক’’ ( হাজিরার ক্রমানুসারে)
সভার শুরুতে সভাপতি উপজেলা আইন- শৃংখলা কমিটির উপদেষ্টা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদকে স্বাগত জানান। সভাপতি উপস্থিত সকল সদস্য ও সুধিবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন। সভার প্রারম্ভে গত সভার কার্যবিবরণী পাঠ করা হয় এবং কার্যবিবরণীতে কোন সংশোধন না থাকায় তা দৃঢ়ীকরণ করা হয়।
আলোচনার প্রারম্ভে সভাপতি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সকলের মতামত আহবান করেন। বেলকুচি থানার অফিসার ইনচার্জ জনাব মো. আনিছুর রহমান সকলকে শুভেচ্ছা জানান এবং সভাকে অবহিত করেন যে, বর্তমানে বেলকুচি উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে জনগণের জানমাল, নিরাপদ চলাচল, ককটেল ও পেট্রোল বোমা ব্যবহারীকারী দুষ্কৃতিকারী ও সকল অপরাধ, চোরাচালান, মাদক দ্রব্য এবং অন্যান্য অপরাধের উপর কঠোর দৃষ্টি রাখছে এবং ২/১ টি ছোট খাট ঘটনা ছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে মর্মে উল্লেখ করেন। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে সাজা প্রদান করা হচ্ছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দুষ্কৃতিকারী, অপরাধী ও নাশকতাকারী ও মাদক ব্যবসায়ীদের সন্ধান প্রদান ও তাদের নাম ঠিকানা প্রদানের জন্য সকল মহলকে অনুরোধ জানান।
তিনি সভায় বেলকুচি থানায় সংঘটিত এপ্রিল ২০১৫ মাসের অপরাধ চিত্রের বিবরণ তুলে ধরেন যা নিম্নরূপ:
নারী নির্যাতন | খুন
| চুরি
| এসিড
| জুয়া/পর্ণগ্রাফী | অন্যান্য খাতে মামলা | মোটর দূর্ঘটনা মামলা | চোরাচালান মামলা (মাদকদ্রব্য) | সর্বমোট মামলা | |
ধর্ষন | অন্যান্য | ||||||||
০২ | - | ০১ | - | ০১ | - | ০৫ | - | ০৩ | ১২ |
অতঃপর সভায় বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতিক্রমে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
ক্র নং | আলোচনা | সিদ্ধামত্ম | বাসত্মবায়নকারী |
১ | অফিসার ইনচার্জ, বেলকুচি থানা জনান যে এপ্রিল ২০১৫ মাসে মোট মামলা সংখ্যা ১২টি। ওয়ারেন্টকৃত আসামী, মাদক ও নাশকতায় জড়িত আসামীদের আটক করার কার্যক্রম অব্যাহত আছে মর্মে জানান। তিনি আরও জানান যে, উপজেলার রাজনৈতিক ব্যক্তি ও সকল স্তরের মানুষের সহযোগিতায় উপজেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রচেষ্টা চলছে। | বেলকুচি উপজেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রচেষ্টার জন্য অফিসার ইনচার্জ, বেলকুচি থানা এর বক্তব্যের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষকে অনুরোধ করা হয়। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানসমূহে পুলিশ টহল ও তৎপরতা অব্যাহত রাখতে অফিসার ইনচার্জ, বেলকুচি থানাকে অনুরোধ করা হয়। | অফিসার-ইনচার্জ, বেলকুচি থানা। |
২ | জনাব আলহাজ এ.কে.এম ইউসুফজী খান, সভাপতি, উপজেলা আওয়ামী লীগ সভাকে জানান যে, অন্যান্য জায়গার তুলনায় বেলকুচি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল। | সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং অফিসার ইনচার্জ বেলকুচি থানাকে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অনুরোধ করা হয়। | অফিসার-ইনচার্জ, বেলকুচি থানা |
৩ | জনাব গাজী আলহাজ মো. সাইদুর রহমান সাধারণ সম্পাদক, বেলকুচি প্রেস ক্লাব জানান যে, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর মাত্রা দিন দিন বেড়ে চলছে। মাদক আসক্ত ব্যক্তিরা বেলকুচি ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাতের বেলায় ফ্যান চুরি করে নিয়ে যাচ্ছে। এ সকল বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তিনি অনুরোধ জানান। | সভায় মাদক বিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার জন্য এবং মাদক ব্যবসায়ীদের ধরতে এবং মাদকের গুদাম চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার কাজে সর্বস্তরের জনগণকে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়। তাছাড়াও মাদকের সন্ধান পেলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অনুরোধ করা হয়। কোন মাদক ব্যবসায়ী বা মাদক সেবীকে আইন-শৃংখলা রক্ষা বাহিনী ধরলে তার স্বপক্ষে কোন প্রকার সুপারিশ না করার জন্য রাজনৈতিক ব্যক্তিবর্গকে অনুরোধ করা হয়। | উপজেলা নির্বাহী অফিসার/ ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেলকুচি থানা। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল ইউপি চেয়ারম্যান। |
৪ | সভায় অবৈধভাবে গড়ে ওঠা ডায়গনস্টিক সেন্টার খোলার কারণে হাসপাতাল থেকে গরীব রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য ডায়গনস্টিক সেন্টারে পাঠানো হয়। তাতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে মর্মে সভায় উপস্থিত সদস্যগণ মত প্রকাশ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর দু’পার্শ্বের ঘরবাড়ি ও ফসলী জমির ক্ষতি হচ্ছে মর্মে সদস্যগণ মত প্রকাশ করেন। | সভায় বিস্তারিত আলোচনা করে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ সকল অবৈধভাবে গড়ে ওঠা ডায়গনস্টিক সেন্টার বন্ধ করার জন্য এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অফিসার ইনচার্জ বেলকুচি থানাকে সতন্ত্র ব্যবস্থা নেয়ার জন্য পুনরায় অনুরোধ করা হয়। | বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অফিসার ইনচার্জ বেলকুচি থানাকে |
৫ | ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আইন- শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক কমিটি গঠন ও কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা। | সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আইন- শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক কমিটি গঠন ও কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নিয়মিত সভা করে সভার সিদ্ধান্ত ও বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপজেলা কমিটিতে পাঠানোর জন্য ইউ.পি. চেয়ারম্যানদের পুনরায় অনুরোধ করা হয়। | সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য |
৬ | সামাজিক শান্তি ও স্থিতিশীলতা এবং জনজীবন নিরাপত্তার জন্য মতবিনিময় সভা করার বিষয়ে আলোচনা করা হয়। | সভায় সামাজিক শান্তি ও স্থিতিশীলতা এবং জনজীবন নিরাপত্তার জন্য মসজিদের ঈমাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য ধর্মীয় নেতাদের সাথে ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটি নিয়মিত মত বিনিময় সভা অব্যহত রাখার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। | সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও ওয়ার্ড কমিটি |
৭ | হুরা সাগর মৎস্য চাষ প্রকল্প ও উপজেলা অন্যান্য স্থান হতে অবৈধভাবে বালি উত্তোলন বিষয়ে সভায় আলোচনা করা হয় এবং অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করা হয়। | উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সভাকে জানান যে, হুরাসাগর নদী হতে বালি কর্তন করে অন্যত্র নিয়ে যাওয়া বিষয়ে প্রকল্প পরিচালক, হুরাসাগর মৎস্য চাষ প্রকল্পকে হুরা সাগর হতে বালি কর্তন বিষয়ে বিস্তারিত তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হলে তিনি তার পত্রে উল্লেখ করেন যে, ০৯টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সকল প্যাকেজের কাজ সমাপ্ত হয়েছে। পরবর্তীতে রানা এন্ড কোং, বড়সারটিয়া, সিরাজগঞ্জ হুরাসাগর নদী খননের জন্য কার্যাদের দেয়া হয়েছে। অনেক স্থানে মাটি ও বালি কর্তন করে স্ত্তপাকারে রেখে বিক্রি করা হচ্ছে যা আইনের পরিপহ্নী। এ বিষয়ে প্রকল্প পরিচালককে প্রশ্ন করা হলে তিনি কোন সদোত্তর দিতে পারেন নি। হুরা সাগর নদী হতে বালি কর্তন করায় অনেক কোলের ঘরবাড়ি ও ফসলী জমি নষ্ট হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে মোবাইল কোট পরিচালা ও বিষয়টি জেলা প্রশাসকে অবহিত করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করা হয়। | উপজেলা নির্বাহী অফিসা ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট, বেলকুচি। |
৮ | বেলকুচিতে অবস্থিত ব্যাংকের নিরাপত্তার জন্য ম্যানেজারগণ নিরাপত্তা জোরদার করার নিমিত্তে আইনী শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং রাতে ব্যাংক এলাকায় পুলিশী টহল প্রদানসহ ব্যাংকে কোন নিরাপত্তা বিঘ্নতার সৃষ্টি হলে তাৎক্ষনিকভাবে যাতে নিরাপত্তা সহায়তা পান সে জন্য থানায় একটি কন্ট্রোল রুম খোলার জন্য অনুরোধ জানান। | ব্যাংক ম্যানেজারদের অনুরোধের প্রেক্ষিতে বেলকুচি থানায় একটি সার্বক্ষনিক কন্ট্রোল রুম খোলার জন্য অফিসার ইনচার্জ, বেলকুচি থানাকে অনুরোধ করা হয় এবং ব্যাংক ম্যানেজারদের টেলিফোনের প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে পুলিশী সহায়তা প্রদানের জন্যও তাকে অনুরোধ করা হয়। | অফিসার ইনচার্জ, বেলকুচি থানা |
৯ | জনাব সুলতানা রাজিয়া মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান, সভাকে জানান যে, আইন-শৃংখলার পাশাপাশি মানব পাচার সম্পর্কে ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ে মিটিং এ আলোচনা করে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। | সভায় বিস্তারিত আলোচনা করে ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ে আইন-শৃংখলা কমিটির সভায় আইন-শৃংখলাসহ মানব পাচার প্রতিরোধ করার জন্য দালাল বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে নৌপথে বিদেশে চাকুরীর প্রত্যাশায় না যাওয়ার বিষয়টি জনগণের মধ্যে প্রচার করার জন্য অনুরোধ করা হয়। | সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও ওয়ার্ড কমিটি |
১০ | মসজিদে ধর্মীয় বিষয়ে আলোচনা | সভায় মসজিদে ধর্মীয় বিষয়ে আলোচনা ছাড়া কোন প্রকার নাশকতার উসকানীমূলক বক্তব্য প্রদান না করার জন্য মসজিদের ঈমাম ও মোয়াজ্জিমকে অনুরোধ করা হয়। এ বিষয়টি ওয়ার্ড গ্রাম পর্যায়ের মসজিদে পৌছানোর জন্য সকল ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়। | সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও মসজিদের ঈমাম ও মোয়াজ্জিম |
১১ | আইন-শৃঙ্খলার তথ্য প্রদান | সভায় এ বিষয়ে আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলার সাথে সম্পৃক্ত কোন ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে, ঘটমান থাকলে বা সংঘটিত হলে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার, বেলকুচিকে অবহিত করার জন্য অফিসার ইনচার্জ, বেলকুচি থানাকে পুনরায় অনুরোধ করা হয়। | ইউপি চেয়ারম্যান, সদস্যসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ |
সভাপতি উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার সকল কার্যক্রম গ্রহণের জন্য অফিসার ইনচার্জ, বেলকুচি থানা ও উপজেলার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতা কর্মী, জনপ্রতিনিধি ও সর্বসত্মরের জনগণকে অনুরোধ জানান।
সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।
| (মোহাম্মদ সাইফুল হাসান) উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা আইন-শৃংখলা কমিটি বেলকুচি,সিরাজগঞ্জ ফোন: ০৭৫২২-৫৬৪৫৫ (অফিস) মোবাইল: ০১৭৩৩৩৩৫০৪০
|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
বেলকুচি, সিরাজগঞ্জ।
স্মারক ন.- ০৫.৫০.৮৮১১.০০১.০৫.০০৫.১৪- ৩৩৭(৩৫) তারিখ: | ৩১ বৈশাখ ১৪২২ ব. |
১৪ মে ২০১৫ খ্রি. |
সদয় অবগতি/অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো :
১। জনাব আব্দুল মজিদ মন্ডল, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৬৬ সিরাজগঞ্জ-৫ ও প্রধান উপদেষ্টা, উপজেলা আইন-
শৃঙ্খলা কমিটি,বেলকুচি, সিরাজগঞ্জ।
২। জেলা প্রশাসক, সিরাজগঞ্জ।
৩। পুলিশ সুপার, সিরাজগঞ্জ।
৪। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেলকুচি, সিরাজগঞ্জ ও উপদেষ্টা।
৫। ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেলকুচি, সিরাজগঞ্জ।
৬। মেয়র, বেলকুচি পৌরসভা।
৭। উপজেলা,...................................................................অফিসার, বেলকুচি, সিরাজগঞ্জ।
৮। চেয়ারম্যান, বেলকুচি সদর/রাজাপুর/ভাঙ্গাবাড়ি/দৌলতপুর/ধুকুরিয়াবেড়া/বড়ধূল ইউ,পি, বেলকুচি, সিরাজগঞ্জ।
৯। জনাব,..................................................................।
১০। অফিস নথি।
| উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি,সিরাজগঞ্জ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস