তাঁতের লুঙ্গি বেলকুচি উপজেলার অন্যতম ঐতিহ্য। অত্র উপজেলার হতে সারা দেশে লুঙ্গি সরবরাহ করা হয়। প্রতি সোমবার সারাদেশ হতে শত শত পাইকার সোহাগপুর হাটে অবস্থান নেয়। তাতেঁর মালিকগণ তাদের তৈরী লুঙ্গি হাটে নিয়ে আসেন। সত্যি এক অন্যরকম দৃশ্য। তাছাড়া কাঁটা হেরি ক্ষান্ত কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে” এর কবি রজনীকান্ত সেন এবং ছায়াছবির কিংবদন্তী নায়িকা সূচিত্রা সেনের জন্মস্থান সেনভাঙ্গাবাড়ী গ্রাম একটি ঐতিহ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস