সিরাজগঞ্জ জেলা সদর হতে ২২ কিঃমিঃ এবং কড্ডার মোর হতে ১০ কিমি দূরত্বে দক্ষিণ দিকে উপজেলার অবস্থান। বেলকুচি উপজেলাটি ২৪°১৩' উত্তর অক্ষাংশ থেকে ২৪°২২' উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩৭' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯°৪৭' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। মূলতঃ যমুনা বাহিত পলল দ্বারা এ ভূমি গঠিত। এই উপজেলার দক্ষিণে শাহজাদপুর ও চৌহালীর এনায়েতপুর, দক্ষিণ-পূর্বে যমুনা নদী পার হয়ে টাংগাইল সদর ও কালিহাতী, পশ্চিমে কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলা এবং উত্তরে সিরাজগঞ্জ সদর ও বঙ্গবন্ধু সেতু।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস