শাখার নাম | কার্যাবলী | দায়িত্ব প্রাপ্ত কর্মচারী | ||
১। সংস্থাপন শাখা | এ শাখায় জেলা প্রশাসক মহোদয়ের হস্তান্তরিক বিষয়ক একজন কর্মচারী অফিস সুপারিনটেনডেন্ট কর্মরত থাকেন। তিনি কর্মকর্তা/কর্মচারী নিয়োগ, বদলী সংক্রান্ত কাজ, বিভাগীয় অফিস ও নির্বাহী অফিসারের দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের নৈমিত্তিক ছুটি মঞ্জুর,পেনশন কেইস নিষ্পত্তি, প্রাপ্ত চিঠিপত্র যথাযথ নিষ্পত্তিকরণ, অফিস আদেশ, পরিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ চিঠিপত্র সংরক্ষণএবং উপজেলার হস্তান্তরিক বিষয়ক সকল বিভাগীয় কর্যক্রমের তদারকি করেন এবং জরুরী প্রয়োজনে অন্যান্য কার্যাদি |
| ||
২। গোপনীয় শাখা | ১) কর্মকর্তা ও কর্মচারীদের গোপনীয় প্রতিবেদন সংক্রান্ত ২) উপজেলা নির্বাহি অফিসারের পরিদর্শণ সংক্রান্ত ৩) সকল পাবলিক পরিক্ষা ব্যবস্থাপনা কার্যক্রম ৪) উচ্চ বিদ্যালয় ও সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতার বিলসহ যাবতীয় কার্যক্রম ৫) ব্যবসা বানিজ্য ও অত্যাবশ্যকীয় পন্য সামগ্রীর লাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রম ৬) স্কাউটস সংক্রান্ত কার্যক্রম ৭) উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও উপজেলা পরিষদ জামে মসজিদ সংক্রান্ত ৮) এডিপি/এলজিএসপি/ইউজেডজিপি ইত্যাদি উন্নয়ন বরাদ্দপত্র ও প্রতিবেদন প্রেরণ সম্পর্কিত কার্যক্রম ৯) মন্ত্রণালয় কর্তৃক ইউনিয়ন পরিষদের সরাসরি থোক প্রডিপি অর্থ বরাদ্দ প্রদান কার্যক্রম ১০) কৃষি পুনর্বাসন বিষয়ক অর্থ বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম ১১) সার জ্বালানী তেল ইত্যাদি কার্যক্রম ১২) আদিবাসী সংক্রান্ত ১৩) ইট ভাটা সংক্রান্ত কার্যক্রম ১৪) মসজিদ/ মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠান/ সংগঠনের অনুকূলে অর্থ বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম ১৫) প্রমোট মহিলা হোস্টেল সংক্রান্ত কার্যক্রম ১৬) বেলকুচি শিক্ষা কল্যাণ ট্রাস্ট বিষয়ক কার্যক্রম ১৭) বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় দিবস উদযাপন সংক্রান্ত ১৮) প্রটোকল সংক্রান্ত ১৯) উপজেলা পরিষদ ভিজিট ২০) স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১% ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রম ১২)প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক কার্যক্রম ১৩)স্যানিটেশন বিষয়ক কার্যক্রম
| |||
৩। হিসাব শাখা | ১।উপজেলা পরিষদের রাজস্ব আয়, ব্যয় ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম ২। উপজেলা পরিষদের ভবন/বাসা বাড়ী রক্ষণাবেক্ষণ, বরাদ্দ ও ব্যবস্থাপনা সংক্রান্ত ৩।কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতা প্রদান ও ব্যবস্থাপনা ৪।টেলিফোন বিল ও বিদ্যুৎ বিল প্রদান সংক্রান্ত ৫।খাস পুকুর টেন্ডার সংক্রান্ত কার্য়ক্রম ৬।হাট/ঘাট/জলমহাল ইজারা ও ব্যবস্থা্পনা সংক্রান্ত ৭।বিভিন্ন উন্নয়নমূলক কাজের ও ইজারার টেন্ডারের সিডিউল বিক্রয় কার্যক্রম ৮।ইউরিযন পরিষদ সংক্রান্ত কার্যক্রম (ইউপি বাজেট, ইউপি কার্যক্রম মূল্যায়ন, চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা প্রদান, ইউপি সচিব ও গ্রাম পুলিশদের বেতন ভাতা প্রদান সহ স্থানীয় সরকার সংক্রান্ত ৯।সরকারী গাছ/ সরকারী সম্পত্তির গাছ নিলাম বিক্রয় সংক্রান্ত কার্যক্রম। ১০।ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ ও ব্যবস্থাপনা ফরমস ও ষ্টেশনারী সংক্রান্ত কার্যক্রম ১১।এনজিও বিষয়ক কার্যক্রম ১২।মুক্তিযোদ্ধা কিষয়ক কার্যক্রম |
| ||
৪। সার্টিফিকেট শাখা | ১।পত্র গ্রহন ও পত্র প্রেরন ২।কলেজ সমুহের শিক্ষক ও কর্মচারীদের বেতনভাতা বিলসহ এতদসঙশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম ৩।দাখিল পর্যায়ে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বেতনভাতার বিলসহ এতদসংক্রান্ত যাবতীয় কার্যক্রম ৪।সার্টিফিকেটমামলাসংক্রান্তযাবতীয়কার্যক্রম ৫।স্বতন্ত্রএবতেদায়ীমাদ্রাসাসংক্রান্তকার্যক্রম ৬।ঋণসংক্রান্তকার্যক্রম |
| ||
৫। সাধারণ শাখা |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস