মিষ্টি, রসগোল্লা একধরনের মুখরোচক খাবার। বেলকুচি উপজেলা যমুনা তীরে অবস্থিত হওয়ায় ঐতিহাসিকভাবে এখানকার মিষ্টি বিখ্যাত। টাঙ্গাইল ও বেলকুচি যমুনার এপার-ওপার অবস্থিত। এ দুটি উপজেলার মিষ্টির যশগাথা একই সূত্রে গাঁথা।চমচমের পাশাপাশি বেলকুচির নতুন আকর্ষন পানতোয়া মিষ্টি। দেখতে অনেকটা রোলের মত। রসগোল্লার মতই রসের ভিতর ডুবানো থাকে। বেশীদিন ভাল রাখার জন্যই এ ব্যবস্থা। পানতোয়া মিষ্টির কারিগরী যশ খুবই জনপ্রিয়। এ মিষ্টি খেতে খুবই সুস্বাদু।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS